বিএনপি ক্ষমতায় এলে খেলাধুলার সুন্দর পরিবেশ নিশ্চিত করা হবে: মেজর হাফিজ

বিএনপি ক্ষমতায় এলে খেলাধুলার সুন্দর পরিবেশ নিশ্চিত করা হবে: মেজর হাফিজ
লালমোহনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ী দলের মাঝে ট্রফি বিতরণ করেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। ছবি: লালমোহন নিউজ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে প্রত্যন্ত এলাকায় খেলাধুলার সুন্দর পরিবেশ নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ভোলা-৩ আসনের সাবেক এমপি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম)।

শনিবার বিকেলে ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রফি বিতরণ উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ধলীগৌরনগর ইউনিয়ন পূর্ব শাখা বিএনপি এবং অঙ্গসংগঠনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় চরফ্যাশন সূর্য সৈনিক স্পোর্টিং ক্লাব বনাম রামগঞ্জ ফুটবল একাদশ অংশগ্রহণ করে। তবে খেলায় নির্ধারিত সময়ে দুই দল কোনো গোলের দেখা না পাওয়ায় খেলাটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে রমাগঞ্জ ফুটবল একাদশ ৫-৪ গোলে জয় লাভ করে।

ট্রফি বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভায় মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ আরো বলেন, প্রত্যেক এলাকায় খেলাধুলার আয়োজন করতে হবে। তাহলেই স্থানীয় কিশোর, তরুণ-যুবকরা নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে। আগামী প্রজন্মের প্রতিটি নাগরিক স্বচ্ছ এবং সুশিক্ষিত হতে পড়ালেখার পাশাপাশি খেলাধুলারও বিকল্প নেই। কারণ খেলাধুলার মাধ্যমে মানুষের শরীর ও মন ভালো থাকে। শরীর-মন ভালো থাকলেই মানুষ দ্রুত সময়ে তার নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে পারেন।

অনুষ্ঠিত আলোচনা সভায় ধলীগৌরনগর ইউনিয়ন পূর্ব শাখা বিএনপির আহ্বায়ক মো. ইউসুফ হোসেনের সভাপতিত্বে এ সময় লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, সোহেল আজিজ শাহীন, পৌরসভা বিএনপির আহ্বায়ক ছাদেক মিয়া ঝান্টুসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।