লালমোহনে জাসাসের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির সভা অনুষ্ঠিত
ভোলার লালমোহন উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়ন পূর্ব শাখা জাসাসের নবগঠিত কমিটির আয়োজনে ধলীগৌরনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
ধলীগৌরনগর ইউনিয়ন পূর্ব শাখা জাসাসের সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহরুখ হাফিজ ডিকো।
এছাড়াও এ সময় লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, সফিউল্যাহ হাওলাদার, পৌরসভা বিএনপির আহ্বায়ক ছাদেক মিয়া ঝান্টু এবং উপজেলা জাসাসের সভাপতি মো. আজাদুর রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
লালমোহননিউজ/ -এইচপি