তজুমদ্দিনে ইয়াবাসহ পুলিশের জালে ইউপি সদস্য ও সহযোগী

তজুমদ্দিনে ইয়াবাসহ পুলিশের জালে ইউপি সদস্য ও সহযোগী
ছবি: লালমোহন নিউজ
এম. নয়ন, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে থানা পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেটসহ দুই বিক্রেতাকে আটক করেন। আটক দ্ইু ইয়াবা ব্যবসায়ীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের জেল হাজতে প্রেরণ করেন।
থানা পুলিশ সুত্রে জানা যায়, তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মো. মাকসুদুর রহমান মুরাদের তত্বাবধানে এসআই মামুন অর রশিদ পল্টন, এসআই রাশেদ ও এএসআই হাবিবের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যা ৬টায় পুলিশের একটি টিম উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গোলকপুর গ্রামের শরীফ মাষ্টারের বাড়ির দরজায় পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন।
এ সময় ১০২পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই বিক্রেতাকে আটক করেন। আটককৃতরা হলেন, বোরহানউদ্দিন থানার সাবেক মধ্যধলি, ২নং ওয়াড, বর্তমান পক্ষিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা আলী আকবর ওরফে আলী আজগরের ছেলে মো. মামুন হাসান (৪৫) ও চরফ্যাশন উপজেলার চৌমুহনী, ৯নং ওয়ার্ডের বশুতুল্লাহ গ্রামের মো. ছবির ওরফে ছগির সিকদারের ছেলে মো. রাকিব হোসেনকে আটক করেন। আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের শেষে জেল হাজতে প্রেরণ করেন। মামলা নং ০৪।
এ বিষয়ে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, মাদকের বিরুদ্ধে আমরা সব সময়ই কঠোর অবস্থান গ্রহণ করে থাকি। মাদক কারবারিদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান পরিচালনা করি। পুলিশের তৎপরতার কারণে অন্য উপজেলা থেকে এসেও আটক হয়েছেন দুই বিক্রেতা।
লালমোহননিউজ/ -এইচপি