চুরি-ডাকাতি প্রতিরোধে জনগণের সঙ্গে রাতে পাহারা দিবে পুলিশ: ওসি মুরাদ

চুরি-ডাকাতি প্রতিরোধে জনগণের সঙ্গে রাতে পাহারা দিবে পুলিশ: ওসি মুরাদ
ওপেন হাউজ ডে’র অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওসি মাকসুদুর রহমান মুরাদ।

এম. নয়ন, তজুমদ্দিন থেকে: চুরি-ডাকাতি প্রতিরোধে বিট পুলিশিংয়ের মাধ্যমে জনগণের সঙ্গে পুলিশও রাত্রিকালীন পাহারা দিবে বলে জানিয়েছেন ভোলার তজুমদ্দিন থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ।

মঙ্গলবার বিকালে উপজেলার চাঁদপুর ইউনিয়নের দত্তপাড়া এলাকায় ওপেন হাউজ ডে’র আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যকালে এ ঘোষণা দেন তিনি। 

এছাড়াও স্থানীয়দের প্রতি মাদক, জুয়া, ইভটিজিং এবং বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ।

এসময় চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্যাহ কিরন, আওয়ামী লীগ নেতা হ্যাপি দত্ত, বীরমুক্তিযোদ্ধা জহুর মাস্টার, বিট কর্মকর্তা এসআই এমদাদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

-এইচপি