এবার রাখালের বেশে পলাতক আসামি ধরলো তজুমদ্দিনের পুলিশ

এম. নয়ন, তজুমদ্দিন থেকে: ভোলার তজুমদ্দিনে রাখালের ছদ্মবেশে ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বিচ্ছিন্ন চর নাসরিনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি আব্দুর রহিম (৫০) ওই এলাকার জেবল বেপারির ছেলে। দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, গ্রেফতারকৃত আসামি আব্দুর রহিমের বিরুদ্ধে বন আইনে ২০১৪ সালে একটি মামলা হয়। ওই মামলায় ২০২১ সালের ডিসেম্বর মাসে আদালতের বিচারক তার বিরুদ্ধে ৬ মাসের সাজা ঘোষণা করেন। এরপর থেকেই পালিয়ে থাকতে শুরু করেন আসামি আব্দুর রহিম।
ওসি আরো বলেন, রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আসামি আব্দুর রহিম চর নাসরিনে অবস্থান করছে। ওই সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে রোববার দুপুরের দিকে গ্রেফতারকৃত আসামি আব্দুর রহিমকে আদালতে প্রেরণ করা হয়েছে।
লালমোহননিউজ/ -এইচপি