ভাষা দিবসে ফ্রি ব্লাড ক্যাম্পেইন করেছে নাগরিক উন্নয়ন ফোরাম লালমোহন ও তজুমদ্দিন
ডেস্ক রিপোর্ট : নাগরিক উন্নয়ন ফোরাম লালমোহন ও তজুমদ্দিন-এর চেয়ারম্যান ব্যারিস্টার মোঃ আব্দুর রহমান খোকা'র সহযোগিতায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে নাগরিকদের মাঝে ফ্রি ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শুক্রবার লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নে ফ্রি ব্লাড ক্যাম্পেইন প্রোগ্রামে উপস্থিত ছিলেন নাগরিক উন্নয়ন ফোরাম লালমোহনের অন্যতম সমন্বয়ক শান্ত করিম ও ইউনিয়ন ফোরামের নেতৃবৃন্দ। এছারা লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন, ধলীগৌরনগর ইউনিয়ন ও ফরাজগঞ্জ ইউনিয়নেও পৃথক সময়ে ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
মানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাবার অঙ্গীকার নিয়ে লালমোহনের সন্তান লন্ডনপ্রবাসী ব্যারিস্টার মোঃ আব্দুর রহমান খোকা প্রতিষ্ঠা করেন নাগরিক উন্নয়ন ফোরাম ( লালমোহন ও তজুমদ্দিন)। এই সংগঠনের উদ্যোগে এর আগে লালমোহন ও তজুমদ্দিনের বিভিন্ন ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়া দুস্থদের চিকিৎসা সহায়তাসহ বিভিন্ন সহযোগিতা অব্যাহত রয়েছে।