বোরহানউদ্দিনে ৩ জিনের বাদশা আটক

বোরহানউদ্দিনে ৩ জিনের বাদশা আটক
গ্রেফতারকৃত তিন জিন প্রতারক। ছবি: লালমোহন নিউজ

নীল রতন, বিশেষ প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় অভিযান চালিয়ে ৩ জিনের বাদশাকে আটক করেছে  পুলিশ। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাচিয়া ইউনিয়নের পদ্মামনসা এলাকায় পুলিশের একটি অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটককৃতরা হলেন মো. ফয়সাল (২৫), মো. রাকিব জমাদ্দার (২৪) এবং মো. বাহাদুর পাটোয়ারী (২৬)।  

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ চক্রটি দীর্ঘদিন থেকে জিন বাবা, আলী বাবা, কুফরি বাবা ও কালি বাবাসহ জিনের বাদশা পরিচয়ে ফেসবুক এবং ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মোবাইল নাম্বারসহ বিজ্ঞাপন দিতো। ওই বিজ্ঞাপনে সকল সমস্যার সমাধানের প্রচার-প্রচারণা করতেন প্রতারক চক্রটি। ওই প্রচারণার ফাঁদে পড়ে প্রতারক চক্রের মোবাইল নাম্বারে কল দিলেই প্রতারণার শিকার হতেন সাধারণ মানুষ। তার প্রথমে জিন-পরীকে আসরে আনতে পাঁচশত টাকা থেকে শুরু করে ৫ হাজার টাকা বিকাশে নেন।

এর কিছু সময়ের মধ্যেই নিজেদের কণ্ঠ পরিবর্তন করে হয়ে যান জিন-পরী। পরে এসব জিন-পরীকে মিষ্টি খাওয়ানো কথা বলে এবং পর্যায়ক্রমে কৌশলে স্বর্ণের পাতিলসহ নানা দামি জিনিসপত্র পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। পুলিশের তথ্যমতে বোরহানউদ্দিনের কাচিয়া ইউনিয়নের পাঁচশতাধিক প্রতারক চক্র রয়েছে। যাদের টার্গেট প্রবাসীসহ সাধারণ মানুষজন ।

এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ওসি মো. শাহীন ফকির বলেন, জিন প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। চক্রটি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে নানা কৌশলে প্রতারণা করছিল। অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর বুধবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

লালমোহননিউজ/ -এইচপি