মসজিদে রহস্যময় ঘড়ি, উল্টো ঘুরে কাঁটা

ঘর, অফিস কিংবা স্কুল; সব স্থাপনায় একটা ঘড়ির উপস্থিতি থাকেই। আর সেই ঘড়ি নিঃসন্দেহে বাম থেকে ডানেই ঘুরে। কিন্তু প্রচলিত নিয়মের বাইরে গিয়ে ডান থেকে বাম পাশে ঘুরছে একটি মসজিদের ঘড়িন কাঁটা। নিশ্চয়ই এর পেছনে কোনো রহস্য আছে! নয়তো এতদিনে এই ঘড়ি ঘুরে আসতো কোনো সারাইখানা।
তিউনিসিয়ার দ্য গ্রেট মস্ক অব তিস্তুরের মিনারে গেলেই দেখা মিলবে এই অদ্ভুত ঘড়ির। ১৭ শতকের প্রথম দিকে, স্পেন থেকে আন্দালুসিয়া সম্প্রদায়ের অনেকেই পালিয়ে তিস্তুরে আশ্রয় নেয়। তাদেরই একজন নির্মাণ করেছিলেন মসজিদটি। আর সেই নির্মাণ শৈলি এতো বছর পরও ছড়াচ্ছে মুগ্ধতা।
সবকিছু ছাপিয়ে অবশ্য মসজিদের রহস্যময় ঘড়িটিই রয়েছে মানুষের আগ্রহের কেন্দ্রে। এর কাঁটা কেন উল্টো দিকে ঘুরছে তা নিয়ে রয়েছে নানা মত। কারো মতে, আন্দালুসিয়ার স্মরণে তারা ঘড়িটি এভাবে বানিয়েছিল।
স্থানীয়দের মতে, কাবা ঘর তাওয়াফের সময় ডান থেকে বাম দিকে ঘোরে মুসল্লিরা। আর তার আদলেই বানানো হয়েছে এই ঘড়িটি। আবার অনেকের ধারনা, পালিয়ে আসলেও, অতীতে ফিরে যাওয়ার স্বপ্ন দেখতেন আন্দুলিসানরা। তাদের সেই স্বপ্নকেই ঘড়ির মাধ্যমে প্রকাশ করা হয়েছে।
অনেকের বিশ্বাস, কাবার চারপাশে মুসল্লিরা ডান থেকে বামে ঘোরে, আরবি লেখা হয় ডান থেকে বাম দিকে সে অনুযায়ী ঘড়িটি বানানো হয়েছে। তবে এই ঘড়িটি নিয়ে সাধারণ মানুষের আগ্রহের শেষ নেই। তবে, বিশ্বে উল্টো ঘড়ি এটিই একমাত্র নয়। ইতালি, চেক রিপাবলিক ও জার্মানিতেও রয়েছে এমন অদ্ভুত ঘড়ি।
-এইচপি