গরুর চা পানের নেশা!

চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউপির আড়িয়া গ্রামে অদ্ভুত এক ঘটনার জন্ম দিয়েছে একটি গরু। লাল্টু শেখ নামে এক দোকানির গরুটি তিনমাস বয়স থেকেই নিয়মিত চা-পান করে।
স্থানীয়রা জানান, মাঠ থেকে ফিরে গরুটি নিয়মিত দোকানে চা পান করে। দোকানি চা দিতে দেরি হলে চা ভর্তি কেটলি রাখা চুলার পাশে এসে দাঁড়িয়ে থাকে। যতক্ষণ চা না দিবে, ততক্ষণ দাঁড়িয়ে থাকবে আর হাম্বা হাম্বা করে ডাকে। চা পান করে এমন গরু কখনো দেখেননি। লাল্টু শেখের গরুটির চা পানের দৃশ্য দেখে আশ্চর্য হন তারা।
চায়ের দোকান ও গরুর মালিক লাল্টু শেখ বলেন, সকালে পালের সঙ্গে মাঠে ঘাস খেতে যায় গরুটি। কিন্তু বিকেলে যখন ফেরে, তখন অন্য গরুগুলো বাড়িতে ঢুকলেও এটি সোজা দোকানে চলে আসে চা পান করতে। গরুটি এখন নিজেও একটি বাছুরের জন্ম দিয়েছে। এখন প্রতিদিন বিকেলে বাছুর সঙ্গে নিয়েই দোকানে আসে।
লাল্টুর স্ত্রী নেহারন খাতুন বলেন, আমার স্বামীর খুব প্রিয় গরু এটা। গরুটাকে আমরা ঘাসসহ অন্য সব খাবারই দিই। কিন্তু প্রতিদিন নিয়ম করে গরুটিকে চা খাওয়াতে হয়, তা না হলে প্রচুর অশান্তি করে।
চুয়াডাঙ্গা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মিহির কান্তি বিশ্বাস বলেন, গরুটি প্রায় দেড়-দুই বছর গরম চা পান করে আসছে শুনেছি। এটা গরুটির একটা রোগ বলতে পারেন। যেটা অ্যাবনরমাল টিটানস রোগ বলে।
লালমোহননিউজ/ -এইচপি