লালমোহনে এক কেজি গাঁজাসহ আটক ২
![লালমোহনে এক কেজি গাঁজাসহ আটক ২](https://lalmohannews24.com/uploads/images/2023/09/image_750x_64f3613375857.jpg)
ভোলার লালমোহন উপজেলায় এক কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার বিকালে উপজেলার লালমোহন ইউনিয়নের ফুলবাগিচা বাজার থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- লালমোহন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মো. শাহজাহানের ছেলে মো. ঝান্টু (৩৮) এবং একই এলাকার কালুর ছেলে আব্দুর রহমান (২০)।
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. ইউসুফ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ফুলবাগিচা এলাকা থেকে এক কেজি গাঁজাসহ এই দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সেখানে তারা এক ক্রেতার কাছে গাঁজা পৌঁছে দিতে যান। তাদের আটকের খবরে পালিয়ে যায় ওই ক্রেতা।
আটককৃতদের মধ্যে ঝান্টু একজন নিয়মিত মাদক ব্যবসায়ী। এরআগেও ৪ কেজি গাঁজাসহ আটক হয়েছেন তিনি। জেল থেকে বের হয়ে ফের মাদক ব্যবসা শুরু করেন ঝান্টু। শনিবার বিকালে ফের ঝান্টু ও তার সহযোগি আব্দুর রহমানসহ আটক হয়।
ওসি আরো বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার সকালে আটককৃত এই দুই মাদক ব্যবসায়ীকে আদালাতে পাঠানো হবে। এছাড়া মাদক নিয়ন্ত্রণে লালমোহন থানা পুলিশ সর্বদা সচেষ্ট রয়েছে।
লালমোহননিউজ/ -এইচপি