কৃষকদের পাশে নাগরিক উন্নয়ন ফোরাম- লালমোহন ও তজুমদ্দিন

ডেস্ক রিপোর্ট : নাগরিক উন্নয়ন ফোরাম- লালমোহন ও তজুমদ্দিনের চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুর রহমান খোকা'র উদ্যোগে তজুমদ্দিন উপজেলায় ১০০ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। এই মহৎ উদ্যোগ এলাকার কৃষকদের কৃষিকাজে আরও উৎসাহিত করবে এবং উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা জামায়াতে ইসলামির সম্মানিত আমির মাস্টার জাকির হোসাইন। আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবদুর রব, চাঁচড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা আল মামুন ও নাগরিক উন্নয়ন ফোরামের নেতৃবৃন্দ।
লালমোহন উপজেলার প্রধান সমন্বয়ক সিদ্দিকুর রহমান শান্ত, তজুমদ্দিন উপজেলার প্রধান সমন্বয়ক মাস্টার লোকমান হোসাইন
এই উদ্যোগে এই আয়োজনের মাধ্যমে নাগরিক উন্নয়ন ফোরাম শুধু উন্নয়ন কর্মকাণ্ডে নয়, বরং কৃষি ও কৃষকের উন্নয়নেও নিবেদিত হিসেবে কাজ করছে। ভবিষ্যতেও এই ফোরাম কৃষকদের কল্যাণে পাশে থাকবে আশাবাদ ব্যক্ত করেন তারা।