অবিলম্বে শ্রমিক কর্মচারীদের বকেয়া বেতন-বোনাস দিন: রওশন এরশাদ

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি বলেছেন, সব কলকারখানা ও গার্মেন্টস ফ্যাক্টরির শ্রমিক কর্মচারীদের অবিলম্বে সব বকেয়া বেতন ও ঈদের বোনাস দিতে হবে। গুলশানে দলীয় কার্যালয়ে মঙ্গলবার এক সভায় টেলিকনফারেন্সের মাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি এ দাবি জানান।
রওশন এরশাদ বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। দ্রব্যমূল্য জনসাধারণের সহনশীল পর্যায়ে আনতে হবে।
তিনি বলেন, ঈদ উদযাপন করতে ঘরে ফিরতে শুরু করেছেন সাধারণ মানুষ। তারা যেন নির্বিঘ্নে ঘরে ফিরতে পারেন, সেই নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক দেলোয়ার হোসেন। বক্তব্য রাখেন- বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্, এসএম আলম, সাবেক মন্ত্রী গোলাম সারোয়ার মিলন, সাবেক এমপি জিয়াউল হক মৃধা, কাজী মামুনুর রশীদ, রফিকুল হক হাফিজ, ফখরুল ইসলাম জাহাঙ্গীর, অধ্যাপক ইকবাল হোসেন রাজু, সাবেক এমপি নূরুল ইসলাম মিলন, নূরুল ইসলাম নুরু, খন্দকার মনিরুজ্জামান টিটু প্রমুখ।