দক্ষিণ আইচায় সোস্যাল ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন

দক্ষিণ আইচায় সোস্যাল ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন
হাসান লিটন,চরফ্যাশন: ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা বাজার জিরো পয়েন্ট তালতলা সংলগ্ন সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা উদ্বোধন করা হয়েছে। 
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লার সভাপতিত্বে ভার্চুয়াল প্লাটফর্ম ব্যবহার করে সোস্যাল ইসলামি ব্যাংকের এম.ডি এন্ড সিইও জাফর আলম প্রধান অতিথি হিসেবে ৩৭১ তম এ শাখা ব্যাংকটি উদ্বোধন করেন।
এসময় ভার্চুয়াল প্লাটফর্মে দক্ষিণ আইচা আউটলেটের কর্ণধার জুলফিকার তালুকদারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন এজেন্ট ব্যাংকিং শাখার প্রধান মশিউর রহমান সহ এসআইবিএল এর উচ্চপদস্থ কর্মকর্তারা ও চরফ্যাশন এসআইবিএল ব্যাংক ম্যানেজার মনিরুজ্জামান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও যুবলীগ নেতা আশ্রাফ উদ্দিন সবুজ মুন্সি, যুবলীগ নেতা হারুন মাষ্টার, চরকচ্ছপিয়া নীলিমা জ্যাকব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির হোসেন অরিফ, রাব্বানীয়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মহিউদ্দিন বাশার, হাবিব মাওলানা, তাজগীর মাস্টার,  ব্যবসায়ী বেল্লাল, হেমায়েত হাওলাদার, দলিল লেখক আবু তাহের বয়াতি সহ প্রমুখ। এছাড়াও দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন উপস্থিত ছিলো।
পরিশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন  দক্ষিণ আইচা রাব্বানীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবুল বাসার হেলালি।
লালমোহননিউজ/- জেডি