এম. নয়ন, প্রতিনিধি, তজুমদ্দিন (ভোলা): ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুরের কোড়ালমারা গ্রামে প্রবাসী পরিবারের কাছে দাবি করা টাকা না পেয়ে ছুরিকাঘাতে চারজনকে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আহতদের তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার শম্ভুপুরের ৯ নম্বর ওয়ার্ডের কোড়ালমারা গ্রামের হাসানের দোকানের সামনে পূর্বপরিকল্পিতভাবে কালু মাঝির ছেলে মো. শাকিল ও ফিরোজ একই এলাকার প্রবাসী মাইনুদ্দিনের ছেলে এমরানের ওপর হামলা চালিয়ে ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করতে থাকে। উদ্ধার করতে এসে তাদের ছুরিকাঘাতে আরো কয়েকজন আহত হন। পরে স্থানীয় ইউপি সদস্য মঞ্জুর হাওলাদার গুরুতর আহত এমরান (২৩), মো. সুমন (২৪), শামিম (১৮) ও আমেনা (৪৫) কে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. কামরুজ্জামান উজ্জ্বল বলেন, হাসপাতালে ভর্তি হওয়া আহতদের শরীরে ধারালো কিছু দিয়ে জখমের চিহ্ন রয়েছে। তাদের শরীরে অনেক গুলো সেলাই দিতে হয়েছে।
আহত এমরানের মা কুলসুম জানান, আমার স্বামী মাইনুদ্দিনসহ পরিবারের চারজন ওমানে রয়েছেন। একই গ্রামের কালু মাঝির ছেলে মো. শাকিল বিভিন্ন সময় আমাদের কাছে টাকা চাইতো। দুই-তিন মাস আগে আমার ছেলেকে রাতে নির্জন একটি বিলে নিয়ে আটকে রাখে। তখন দুই লাখ টাকা চেয়েছিল। টাকা দেওয়ার কথা বলে তখন ছেলেকে তাদের কাছ থেকে ছাড়িয়ে আনি। এসব ঘটনা স্থানীয় মেম্বারকে জানিয়েছি। বর্তমানে ওই টাকার জন্যই নানা অজুহাতে আমার ছেলের সঙ্গে ঝামেলা করেন অভিযুক্তরা।
এ বিষয়ে তজুমদ্দিন থানার ওসি আনোয়ারুল হক বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে।
লালমোহননিউজ/ -এইচপি