লালমোহনে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত
ভোলার লালমোহন উপজেলায় বেপরোয়া অটোরিকশার ধাক্কায় মো. সিফাত হোসেন নামে ৭ বছরের এক শিশু নিহত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার চরভূতা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হরিগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সিফাত ওই এলাকার পানাউল্যাহ হাওলাদার বাড়ির মো. টিটব হাওলাদারের ছেলে।
নিহত শিশুর স্বজনরা জানিয়েছেন, বিকেলের দিকে বাড়িতে খেলছিল সিফাত। এ সময় খেলার ছলে দৌঁড়ে বাড়ি সংলগ্ন সড়কের ওপর উঠে যায় সে। তখন ওই সড়ক দিয়ে যাওয়া বেপরোয়া গতির একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়।
বিষয়টি শিশু সিফাতের স্বজনরা দেখতে পেয়ে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানের কর্তব্যরত চিকিৎসক সিফাতের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, অটোরিকশার ধাক্কায় শিশু নিহতের খবর পেয়েছি। এ ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
লালমোহননিউজ/ -এইচপি