মোখার ক্ষতি এড়াতে তজুমদ্দিনে পুলিশের সচেতনতামূলক সভা

মোখার ক্ষতি এড়াতে তজুমদ্দিনে পুলিশের সচেতনতামূলক সভা
ছবি: লালমোহন নিউজ

এম. নয়ন, তজুমদ্দিন থেকে: ভোলার তজুমদ্দিনে ঘূর্ণিঝড় মোখার ক্ষতি এড়াতে এলাকাবাসিদের নিয়ে সচেতনতামূলক সভা করেছে পুলিশ। শনিবার বিকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের আনন্দ বাজারে তজুমদ্দিন থানা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ঘূর্ণিঝড় মোখা সম্পর্কে সরকারি নির্দেশনা পালন ও নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শসহ বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ।

সভায় সোনাপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিশু, ওসি (তদন্ত) তারিক হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেলিম হোসেন, ইউপি সদস্য  মহিউদ্দিন সাঝিসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। 

এছাড়া, ওসি মুরাদের নেতৃত্বে সভা শেষে মেঘনা নদীর তীরবর্তী ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামতের কাজ পরিদর্শন করে পুলিশ সদস্যসহ অন্যান্যরা।

-এইচপি