তজুমদ্দিনে ২০ হাজার মিটার জাল আগুনে পুড়িয়ে ধ্বংস

তজুমদ্দিনে ২০ হাজার মিটার জাল আগুনে পুড়িয়ে ধ্বংস
ছবি: লালমোহন নিউজ

এম. নয়ন, তজুমদ্দিন (ভোলা ) থেকে: ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে ভোলার তজুমদ্দিনের মেঘনা নদীতে অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর।

সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযানে অন্তত ২০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়। জব্দ করা ওইসব জাল বিকালে উপজেলার শশীগঞ্জ স্লুইজঘাট এলাকায় আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

জানা যায়, তজুমদ্দিন উপজেলা মৎস্য অফিসের মেরিন ফিশারিজ কর্মকর্তা আল-আমিনের নেতৃত্বে মৎস্য অফিসের একটি দল মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনা করেন। মেঘনা নদীর ভাসনভাঙার চর, চরমোজাম্মেল ও চরকাঞ্চনপুর সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মা ইলিশ শিকারের জন্য নদীতে পাতা ২০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়। তবে জাল রেখে দৌঁড়ে নদীর তীরের জঙ্গলে পালিয়ে যায় জেলেরা। তাই কোনো জেলেকে আটক করতে পারেননি অভিযান পরিচালনাকারী দল।

লালমোহননিউজ/ -এইচপি