চরফ্যাশনে শিশুর মৃত্যুর পর মাটিতে পুতে রাখা সেই টমটম চালক গ্রেফতার

চরফ্যাশনে শিশুর মৃত্যুর পর মাটিতে পুতে রাখা সেই টমটম চালক গ্রেফতার
ছবি: লালমোহন নিউজ

হাসান লিটন, প্রতিনিধি, চরফ্যাশন (ভোলা): ভোলার চরফ্যাশনে টমটম চাপা দিয়ে পথচারী আবু সাঈদ ৯ বছরের এক শিশুকে হত্যার ঘটনার প্রায় ১৪ ঘন্টা পর চালককে গ্রেফতার করা হয়।  বুধবার (২৬ জুন) রাত ১ দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ফকির হাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে শশীভূষণ থানা পুলিশ। 

বৃহস্পতিবার(২৭ জুন) সকাল ১০ টার দিকে শশীভূষণ থানা উপপরিদর্শক এস আই গোফরান এ তথ্য নিশ্চিত করেছেন।  গ্রেফতারকৃত মো. রুহুল আমিন ওরফে ভুট্টু (৩০)। উপজেলার রসুলপুর ইউনিয়ন ৫ নাম ওয়ার্ডের নজির মোল্লার ছেলে। 

এ সংক্রান্ত আগের সংবাদটি পড়ুন

শশীভূষণ থানার এস আই গোফরান জানান, বুধবার (২৬ জুন) সকাল ৯ টার দিকে রসুলপুর ইউনিয়ন চৌমুহনী বাজার সংলগ্ন অঞ্চলিক সড়কে টমটমের চাপায় শিশু আবু সাঈদের মৃত্যু হয়। এরপর তার লাশ মাটিচাপা দিয়ে পালিয়ে যান চালক রুহুল আমিন। শিশুটির পরিবার বেশ কয়েক ঘণ্টা খোঁজাখুঁজি করে বিকাল ৪ টার দিকে বাড়ির পাশে একটি খাদে তার জুতা ভাসমান দেখে মাটির নিচ থেকে মাটিচাপা অবস্থায় লাশ উদ্ধার করে পরিবার। 

তিনি আরো জানান, এঘটনায় নিহতের পরিবার শশীভূষণ থানায় বাদী হয়ে চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে রাত ১ টার দিকে তাকে গ্রেফতার করে বৃহস্পতিবার সকাল ১০ টাকে আদালতে সোর্পদ করা হয়েছে। 

লালমোহননিউজ/ -এইচপি