চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১
হাসান লিটন, প্রতিনিধি, চরফ্যাশন (ভোলা): ভোলার চরফ্যাশন উপজেলায় নসিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মাদরাসা ছাত্র নিহত হয়েছেন। এছাড়া এ সময় আহত হয়েছেন একজন। মঙ্গলবার বিকেলে চরফ্যাশন বাসস্টান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার নীলকমল ইউনিয়নের মো. কামাল উদ্দিনে ছেলে ইমন (১৬) এবং বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের মো. ইলিয়াসের ছেলে নেসার উদ্দিন (১৮)। এছাড়া চরফ্যাশনের জনতা বাজার এলাকার মো. আনসার আলীর ছেলে মো. সিয়াম (২০) এই দুর্ঘটনায় আহত হয়েছেন।
জানা গেছে, নিহত দুইজন বোরহানউদ্দিন উপজেলার একটি মাদরাসায় পড়ালেখা করেন। ছুটিতে দুলারহাট থানার নীলকমল ইউনিয়নের বন্ধু ইমনের বাড়িতে বেড়াতে আসেন নেসার উদ্দিন। মঙ্গলবার বিকেলে স্থানীয় সিয়াম নামে আরো একজনসহ মোট তিনজন মিলে একটি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন।
ওই মোটরসাইকেল নিয়ে তারা চরফ্যাশন বাসস্টান্ড এলাকায় একটি যাত্রীবাহী বাসকে অতিক্রম করার সময় সামনে থেকে আসা একটি নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নসিমনের চাকায় পিষ্ট হয়ে ইমন নামে একজন ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় গুরুতর আহত হয় নেসার উদ্দিন ও মো. সিয়াম। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক নেসার উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল রেফার্ড করেন। বরিশাল নেয়ার পথে সন্ধ্যার দিকে অ্যাম্বুলেন্সেই মারা যান নেসার উদ্দিন। এছাড়া আহত সিমায় চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে চরফ্যাশন থানার ওসি মিজানুর রহমান হাওলাদার বলেন, দুর্ঘটনার পর নসিমন ফেলে চালক পালিয়ে গেছে। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে নসিমন ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় এনেছে। তবে এখন পর্যন্ত নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
লালমোহননিউজ/ -এইচপি