চরফ্যাশনে জেলেসহ পাঁচ মাছ ধরা ট্রলার ডুবি

হাসান লিটন, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলায় বঙ্গোপসাগরে ৫টি মাছধরা ট্রলার ডুবির খবর পাওয়া গেছে। ২ টি ট্রলার সহ ট্রলারে থাকা সকল জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে ৩ টি ট্রলার। মঙ্গলবার দুপুরে ঢালচর ইউনিয়নের ৩০ কিলোমিটার পূর্বে বঙ্গোপসাগরে এ দূর্ঘটনা ঘটে।
এসব বিষয় নিশ্চিত করে ঢালচর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম হাওলাদার জানান, মঙ্গলবার সকালে নুরইসলাম মাঝি, মনির মাঝি, অসিম মাঝি, জালাল মাঝি, ও সোহাগ মাঝির ট্রলার সহ ৫ টি ট্রলার বঙ্গোপসাগরে মাছ শিকারে গেলে হটাৎ বৈরি আবহাওয়ায় ঝড়ের কবলে পড়ে ৫ টি ট্রলার ডুবির ঘটনা ঘটে।
এতে ৫ টি ট্রলারে থাকা সকল মাঝিমাল্লারা সহ ২ টি ট্রলার উদ্ধার করা গেলেও ডুবে যাওয়া বাকি ৩ টি ট্রলার এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। এসব জেলেরা ভোলার বোরহানউদ্দিন, ও মির্জাকালু,এবং ঢালচর ইউনিয়নের বাসিন্দা।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নওরীন হক জানান, ৫ টি ট্রলার ডুবির ঘটনার বিষয় ঢালচর ইউপি চেয়ারম্যান সালাম হাওলাদার অবগত করেছেন। দুই ট্রলার সহ সকল জেলেদেরকে উদ্ধার করা হয়েছে। এবং কোস্টগার্ডের সদস্যরা ডুবে যাওয়া নিখোঁজ ৩ টি ট্রলার উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
লালমোহননিউজ/ -এইচপি