লালমোহনে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর
ভোলার লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে মোসা. আনাইতা নামে সাড়ে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গজারিয়া এলাকায় এ ঘটনা ঘটে। শিশু আনাইতা ওই এলাকার মো. মিজানুর রহমানের মেয়ে।
জানা গেছে, শুক্রবার দুপুরে বাড়ির উঠানে খেলছিল শিশু আনাইতা। তবে এ সময় অসাবধানতাবশত উঠান সংলগ্ন পুকুরের পানিতে পড়ে যায় সে। কিছু সময় পর শিশু আনাইতাকে উঠানে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন স্বজনরা। খোঁজাখুঁজির একপর্যায়ে ওই শিশুকে পুকুরের পানিতে ভাসতে দেখেন তারা। তখন সেখান থেকে তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসক শিশু আনাইতার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি। তবে ওই শিশুর মৃত্যুর কারণ নিশ্চিত হতে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হবে।
লালমোহননিউজ/ -এইচপি