এক কবরে দুই বন্ধুর দাফন

এক কবরে দুই বন্ধুর দাফন
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে প্রতিবেশীকে মোটরসাইকেল চালানো শেখাতে গিয়ে পুকুরে পড়ে দুই বন্ধু নিহত হয়। জানাজা শেষে তাদের একই কবরস্থানে দাফন করা হয়েছে।

শনিবার সকালে টংগিবাড়ী উপজেলার দিঘীরপাড় জামে মসজিদে জানাজা শেষে তাদের স্থানীয় বেশনাল সামাজিক কবরস্থানে তাদের দাফন করা হয়। এর আগে, শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার দিঘীরপাড় বাজারে দুর্ঘটনায় নিহত হন ঐ দুই বন্ধু।

নিহতরা হলেন- উপজেলার মূলচর গ্রামের দুলু হালদারের ছেলে জিসান রাজা এবং একই গ্রামের খুশি মালতের ছেলে আপন মালত।

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের এসআই রফিকুল ইসলাম জানান, জিসান রাজা তার দুই বন্ধু আপন এবং রুবেল মালতকে কয়েকদিন ধরে মোটরসাইকেল চালানো শেখাচ্ছিলেন। তারা শুক্রবার রাত ১০টার দিকে দিঘীরপাড় বাজার থেকে পুরা বাজারের দিকে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন।

পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে পাশের পুকুরে পড়ে যান তারা। এ সময় স্থানীয়ারা তাদের উদ্ধার করে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জিসান রাজা ও আপন মালতকে মৃত ঘোষণা করে। অপর আহত রুবেল মালত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

এ বিষয়ে দিঘীরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহ আলম জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে নিহতদের অভিভাবকরা জানান- তাদের কোনো অভিযোগ নেই। এজন্য লাশ উদ্ধার করে মর্গে না পাঠিয়ে স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়।

-এইচপি