ঋণের চাপে পৃথিবীর মায়া ত্যাগ করলেন যুবক

ঋণের চাপে পৃথিবীর মায়া ত্যাগ করলেন যুবক
ছবি: সংগৃহীত

ঝালকাঠিতে বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে পরিশোধ করতে না পেরে হতাশায় আত্মহত্যা করেছেন রবিন চন্দ্র দাস (২৬) নামে এক যুবক।

সোমবার সকাল ১০টার দিকে শহরের স্ট্যান্ড রোডের বাসায় ফ্যানের সঙ্গে গামছা বেঁধে আত্মহত্যা করেন তিনি। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

মৃত রবিন ঝালকাঠি শহরের স্ট্যান্ড রোডের রাজেশ্যাম চন্দ্র দাসের ছেলে। তিনি একজন করোনাযোদ্ধা হিসেবে পরিচিত। করোনাকালে তিনি আক্রান্তদের অক্সিজেন সেবা দিয়ে সুনাম কুড়িয়েছিলেন। তার মৃত্যুতে শোকাহত সহযোদ্ধারা।

পুলিশ ও নিহতের পরিবার জনায়, রবিন বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে ফায়ার সার্ভিস মোড়ে একটি চশমার দোকান দেন। ব্যবসায় বেশি লাভ না হওয়ায় তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েন। ঋণের চাপে দিশেহারা হয়ে তিনি আত্মহত্যা করেন। 

রবিনের মা অঞ্জনা রানী দাস বলেন, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল আমার বড় ছেলে রবিন। ওর আয়ে আমার সংসার চলতো। রবিন চলে যাওয়ায় আমার পরিবার নিঃস্ব হয়ে গেল। ছেলেটা ঋণগ্রস্ত হয়ে হতাশায় আত্মহত্যা করেছে।

রবিনের বোন রিতা রানী দাস বলেন, আমার ভাই ছিল পরিবারের অভিভাবক। ঋণগ্রস্ত হয়ে তিনি দোকানও ঠিকমতো চালাতেন না। বিভিন্ন এনজিও থেকে টাকা পরিশোধের চাপ ছিল তার ওপর। দাদা এভাবে চলে যাবে কখনো কল্পনাও করিনি।

ঝালকাঠি থানার ওসি নাসির উদ্দিন সরকার বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

লালমোহননিউজ/ -এইচপি