লালমোহনে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার
ভোলার লালমোহনে কাফনের কাপড়ে মোড়ানো অজ্ঞাত এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকালে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের বাত্তিরখাল মৎস্যঘাট সংলগ্ন চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন জানান, বিকালের দিকে স্থানীয়রা বাত্তিরখাল মৎস্যঘাট সংলগ্ন চরে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। উদ্ধারের পর দেখা যায়- মরদেহটি আনুমানিক এক বছর বয়সী কন্যা শিশুর।
ওই মরদেহটি কাফনের কাপড় দিয়ে মোড়ানো ছিল। বাঁধা ছিল প্লাস্টিকের রশি দিয়ে। মনে হচ্ছে জোয়ারের সময় নদী দিয়ে অন্য কোথায়ও থেকে মরদেহটি ভেসে এসেছে। ভাটার সময় পানি কমে যাওয়ায় মরদেহটি চরে আটকে যায়।
ওসি (তদন্ত) আরো জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হবে।
লালমোহননিউজ/ -এইচপি