নিজ শিশুকন্যার ‘সর্বনাশ’ করা বাবার মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরের পতেঙ্গায় নিজের ১২ বছর বয়সী মেয়েকে ধর্ষণের মামলায় নাছির মোল্লা নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত নাছির মোল্লা ঝালকাঠির কাঠালিয়া উপজেলার একটি গ্রামের বাসিন্দা। চট্টগ্রাম নগরের উত্তর পতেঙ্গা ডেবারপাড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি।
ট্রাইব্যুনালের স্পেশাল পিপি খন্দকার আরিফুল আলম বলেন, মেয়েকে ধর্ষণের মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি নাছির মোল্লাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে তাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার নথি থেকে জানা যায়, ভুক্তভোগীরা দুই বোন। তাদের মা নগরের সিইপিজেড এলাকায় একটি গার্মেন্টসে চাকরি করতেন। ২০২১ সালে ২৫ মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত মা বাসায় না থাকার সুযোগে ভুক্তভোগীকে একাধিকবার ধর্ষণ করেন বাবা নাছির মোল্লা। সর্বশেষ ২০২১ সালের ২০ এপ্রিল ধর্ষণের পর বিকেলে নগরের ইপিজেড থানা এলাকায় খালার বাসায় চলে যায় ভুক্তভোগী। এরপর খালাকে পুরো বিষয়টি জানায়। পরবর্তীতে খালা তার মা’কে জানান।
ঐ ঘটনায় একই বছরের ২৮ এপ্রিল নগরের পতেঙ্গা থানায় মামলা করে ভুক্তভোগী। মামলাটির তদন্ত শেষে ২৪ জুন আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। ২০২২ সালের ৬ জানুয়ারি আসামি নাছিরের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। মামলাটিতে আটজনের সাক্ষ্যগ্রহণ করা হয়।
লালমোহননিউজ/- জেডি