লালমোহন হা-মীম স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

লালমোহন হা-মীম স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত


 জাহিদ দুলাল, লালমোহন:
ভোলার লালমোহনে হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির নবাগত ছাত্র-ছাত্রীদের নবীন বরণ ও উদ্বোধনী ক্লাস শুরু করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নবাগত শিক্ষার্থীদের ফুলদিয়ে বরণ করেন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন। এরপর কলেজের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
আলোচনা সভায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন। এসময় তিনি বলেন, লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজটি ২০০৫ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত অত্যন্ত সুনামের সাথে শিক্ষা প্রদান করে আসছে। মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বয়স হচ্ছে শিক্ষা জীবন। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত। তাই ভবিষ্যত প্রজন্মকে জ্ঞান অর্জনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষা অর্জন করতে হবে। এই শিক্ষা প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থী এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ও মেডিকেলে পড়াশুনা করছে। অনেক শিক্ষার্থী আমাদের এই প্রতিষ্ঠানের নাম উজ্জ্বল করেছে। জেলা পর্যায়ে এই প্রতিষ্ঠান কয়েকবার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হয়েছে। ঠিক তেমনি নবাগত শিক্ষার্থীরা তাদের পড়ালেখার মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানের নাম উজ্ঝল করবে আমি এই আশা করছি। বাবা মায়ের স্বপ্ন এবং নিজেদের স্বপ্ন বাস্তবায়নে সকলকে মনোয়োগ সহকারে পড়া লেখা করে এগিয়ে যেতে হবে। 
এসময় হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষকমন্ডলী ও অভিভাবকগণসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

লালমোহননিউজ/- জেডি