জ্বলে ওঠার আগেই নিভে যাওয়ার শঙ্কা এতিম শিশু আবিদের জীবন

জ্বলে ওঠার আগেই নিভে যাওয়ার শঙ্কা এতিম শিশু আবিদের জীবন

মাত্র দেড় বছর বয়সী মো. আবিদ। এ বয়সেই সে আক্রান্ত কিডনি রোগে। দুই কিডনিতেই সমস্যা। বাঁচতে হলে তার কিডনিতে করাতে হবে অপারেশন। যার জন্য প্রয়োজন প্রায় ৪ লাখ টাকা। দুর্ঘটনায় দুই মাস আগে মারা গেছেন শিশু আবিদের বাবা। এক বোন আর দুই ভাইয়ের মধ্যে সবার ছোট আবিদ। বাবার মৃত্যুর পর একেবারেই নিঃস্ব হয়ে পড়েছে শিশু আবিদের পরিবার। যার ফলে ভোলার লালমোহন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত মামার বাড়িতে আশ্রয় নিতে হয়েছে তার পরিবারকে। 
শিশু আবিদের মামা উপজেলা মসজিদের ইমাম মাওলানা মো. নূরুল্যাহ জানান, আবিদের বাবা নূরেআলম রোমান ভোলা সদরে গ্রামীণ ফোনের ম্যানেজার হিসেবে কর্মরত ছিল। গত অক্টোবর মাসে আবিদের বাবা সেখানে সড়ক দুর্ঘটনায় মারা যান। তবে হঠাৎ করে দেখা যায় আবিদের পেট বড় হয়ে যাচ্ছে। অনবরত ফোঁটা ফোঁটা প্রসাব ঝরছে। যার জন্য তাকে আমরা ভোলা সদরে ডাক্তারের কাছে নেই। তখন ডাক্তার পরামর্শ দেন আবিদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিতে। এরপর তাকে প্রথমে ঢাকার ইবনেসিনা হাসপাতালে নেই। সেখানের ডাক্তাররা বিভিন্ন পরীক্ষার পর জানায়; আবিদকে পিজি হসপিটালে নেওয়ার জন্য।
তিনি আরো জানান, এরপর তাকে সেখানে নিয়ে যাই। পিজি হসপিটালে নেওয়ার পর চিকিৎসকরা জানান; আবিদের দুই কিডনিতেই সমস্যা। এ জন্য তার দ্রুত চিকিৎসা শুরু করতে হবে। আগামী এক মাসের মধ্যে আবিদের তিনটি অপারেশন করাতে হবে। যার জন্য লাগবে প্রায় ৪ লাখ টাকা। অপারেশনের জন্য এত টাকা জোগার করা সম্ভব হচ্ছে না। তাই এতিম শিশু আবিদকে বাঁচাতে সমাজের বিত্তবানসহ সকলের কাছে সহযোগিতা কামনা করছি।
আবিদের মা আছমা বেগম বলেন, আমার স্বামী গ্রামীণ ফোনে চাকরি করতো। তখন কিছুটা ভালোভাবে আমাদের সংসার চলতো। আমার স্বামীর সম্বল বলতে ২ শতাংশ জমি রয়েছে। ওই জমিতেই একটি ঘর। সেখানে সন্তানদের নিয়ে থাকছি। এছাড়া অন্য কোনো সম্পদ নেই। ওই জমিটুকু বিক্রি করে যে আবিদের চিকিৎসা করাবো তাও পারছি না। কারণ আমার আরো একজন মেয়ে ও ছেলে রয়েছে। ওই জমিটুকু বিক্রি করে দিলে তাদের নিয়ে আর থাকবো কোথায়। সড়ক দুর্ঘটনায় স্বামীর মৃত্যু হয়েছে মাত্র কয়েক মাস হলো। এখন ছেলের অসুস্থতা। নিরুপায় হয়ে ভাইদের বাড়িতে এসে আশ্রয় নিয়েছি। এখন তাদের সহযোগিতায়ই কোনো রকমে চলছি। ভাইদেরও অবস্থা তত ভালো না, যে তারা আমার ছেলের চিকিৎসার জন্য টাকা দিবে। এ জন্য আমার এতিম ছেলে আবিদের চিকিৎসার জন্য সকলের কাছে সহযোগিতা কামনা করছি।  আবিদের চিকিৎসায় সহযোগিতা করতে সকলকে ০১৭১৪৯০০৮১৭ (নগদ) ০১৭৯৩১৩৩৩০৭ ( বিকাশ) এই মোবাইল নাম্বারে যোগাযোগ করার বিনীত অনুরোধ করছি।

লালমোহননিউজ/- জেডি