মনপুরার মনোয়ারা বেগম মহিলা কলেজে স্মরণ সভা অনুষ্ঠিত
সীমান্ত হেলাল, প্রতিনিধি, মনপুরা (ভোলা): ভোলার মনপুরায় মনোয়ারা বেগম মহিলা কলেজে বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা ১১ টায় কলেজ মিলনায়তনে এই স্মরণ সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
স্মরন সভায় সভাপতিত্ব করেন, মনোয়ারা বেগম মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মাহবুবুল আলম শাহীন। সভায় সঞ্চালনা করেন কলেজের শরীরচর্চা শিক্ষক মোঃ ছালেহ উদ্দিন।
এসময় বক্তব্য রাখেন, কলেজের ইসলাম শিক্ষা বিভাগের সহকারি অধ্যাপক মোঃ আব্দুল হান্নান, যুক্তিবিদ্যা বিভাগের সহকারি অধ্যাপক মোঃ ফারুক হোসেন, বাংলা বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক জুরান চন্দ্র মজুমদার।
সভায় কলেজের সকল শিক্ষক, কর্মচারি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
স্মরন সভা শেষে শিক্ষার্থীদের মাঝে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরনে কবিতা আবৃত্তি, একক অভিনয়, সংগীত ও নৃত্য প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।
লালমোহননিউজ/ -এইচপি