লালমোহনে বিবাহিত বনাম অবিবাহিতদের প্রীতি ফুটবল ম্যাচে জয়ী যারা
![লালমোহনে বিবাহিত বনাম অবিবাহিতদের প্রীতি ফুটবল ম্যাচে জয়ী যারা](https://lalmohannews24.com/uploads/images/2024/10/image_750x_67125d78ab391.jpg)
ভোলার লালমোহন উপজেলায় বিবাহিত একাদশ বনাম অবিবাহিত একাদশের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে লালমোহন হাইস্কুল মার্কেট যুব ব্যবসায়ীদের আয়োজনে সরকারি শাহবাজপুর কলেজ মাঠে এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
টান টান উত্তেজনার মধ্যদিয়ে নির্ধারিত ৬০ মিনিট ধরে চলে মূল পর্বের খেলা। তবে এই সময়ে দুই দলের এক দলও কোনো গোলের দেখা পাননি। পরে অতিরিক্ত ১০ মিনিট বাড়ানো হয় খেলা। অতিরিক্ত এই সময় ১-০ গোলে বিবাহিতদের হারিয়ে জয় লাভ করে অবিবাহিতরা।
পরে জয়ী দলকে পুরস্কার হিসেবে ট্রফি উপহার দেওয়া হয়। এছাড়াও দুই দলের মোট ২২ জন খেলোয়াড়কে ম্যাডেল উপহার দেওয়া হয়।
লালমোহন হাইস্কুল মার্কেট যুব ব্যবসায়ীর প্রধান পৃষ্ঠপোষক এম.এ. হাসান বলেন, বিনোদের মাধ্যমে ব্যবসায়ীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন প্রতিষ্ঠা করতেই এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। এতে যুব ব্যবসায়ীদের মন-মানসিকতা ভালো থাকবে। আমরা সামনেও এ ধরনের খেলাধুলার আয়োজন করবো।
লালমোহননিউজ/ -এইচপি