পৃথিবীতে আসলো নবজাতক, বিদায় নিলেন বাবা! 

পৃথিবীতে আসলো নবজাতক, বিদায় নিলেন বাবা! 
চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফাইল ফটো।

হাসান লিটন, প্রতিনিধি, চরফ্যাশন (ভোলা): ভোলার চরফ্যাশন উপজেলায় নবজাতক সন্তান জন্মের আধাঘণ্টা পরেই মারা গেলেন এক বাবা। শনিবার রাত ২ টার দিকে উপজেলার জিন্নাগড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাশেমগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, শনিবার রাত ২টার দিকে উপজেলার কাশেমগঞ্জ এলাকার আব্দুস শহীদ বেপারির স্ত্রী একজন ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন। এতে বাবা হন শহীদ বেপারি। এ উপলক্ষ্যে পরদিন আত্মীয়-স্বজনরা বাড়িতে আসবে, খুশিতে সবাই আনন্দিত। কিন্তু সেই আনন্দ যে বিষাদে রূপ নেবে কেউ কল্পনাও করেননি। জন্মের পর ছেলেকে ক্ষণিকের জন্য দেখতে পেলেও আজীবনের জন্য বাবার স্নেহ, মায়া-মমতা আর ভালবাসা থেকে বঞ্চিত হলো নবজাতক শিশুটি।

কারণ পুত্র সন্তানের জন্মের আনন্দে রাত আড়াইটার দিকে হঠাৎ করেই বাবা আব্দুস শহীদ বেপারি অসুস্থ হয়ে যান। এরপর তাকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এর কিছুক্ষণ পরেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এমন ঘটনাকে হৃদয়বিদারক ঘটনা হিসেবে মনে করছেন স্থানীয়রা। 

এ বিষয়ে চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান হাওলাদার বলেন, নবজাতক সন্তান জন্মের কয়েক মিনিটি পরে বাবার মৃত্যু, ঘটনাটি সত্যিই হৃদয়বিদারক। ওই নবজাতকের বাবা শহীদের মৃত্যুতে কারো কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

লালমোহননিউজ/ -এইচপি