লালমোহনে ইয়াবা ও গাঁজাসহ চার মাদক কারবারি আটক

লালমোহনে ইয়াবা ও গাঁজাসহ চার মাদক কারবারি আটক
ছবি: লালমোহন নিউজ

ভোলার লালমোহনে চার কেজি গাঁজা ও চারশত পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার ডাওরী বাজার এলাকা থেকে ইয়াবাসহ মো. নকিব হোসেন রনি (৩০) নামের এক যুবককে আটক করা হয়। 

পরে একই দিন সকালে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কলেজ গেইট এলাকা থেকে গাঁজাসহ মো. ঝন্টু (৪২), মো. রিপন (২২) এবং মো. শাকিল (১৯) কে আটক করা হয়। আটককৃতরা পৌরসভা, বদরপুর ও লালমোহন ইউনিয়নের বাসিন্দা।

এ ব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাহবুব এবং এসআই ইউসুফ সঙ্গীয় ফোর্স পৃথকস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।