ভোলা জেলায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত নাহার

মো. জসিম জনি: জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে ভোলা জেলায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসাঃ হোসনে আরা বেগম (নাহার)।
সোমবার (২২ মে) জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের গঠিত বাছাই কমিটি তাঁর শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকতার অভিজ্ঞতা, বিষয়ভিত্তিক জ্ঞান ও নিষ্ঠা, সৃজনশীল প্রশ্নপত্র তৈরীর দক্ষতা, সহযোগিতার প্রবণতা, চারিত্রিক দৃঢ়তা ও সততা, শৃংখলাবোধ, পেশাগত গবেষণামূলক সৃজনশীল প্রকাশনাসহ নানাবিধ বিষয় বিবেচনা করে তাঁকে জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত করেন।
জানা যায়, হোসনে আরা নাহার যোগদানের পর থেকেই তিনি অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে বিদ্যালয়ে শ্রেণির কার্যক্রম পরিচালনা করে আসছেন। কাজের স্বীকৃতিস্বরুপ তিনি ইতোপূর্বে দুই বার আইসিটি ট্রেনিং এর থাইল্যান্ড এবং ২০১৬ ও ২০১৯,২০২৩ সালে তিনবার উপজেলা ও জেলা পর্যায়েও শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হন ।এ ছাড়াও তিনি বিদ্যালয়ে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত থেকে শিক্ষার্থীদের কাজে সহযোগিত করে আসছেন।
এ বিষয়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হোসনে আরা নাহার বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে উপজেলা ও জেলা পর্যায়ে বাছাইয়ের মাধ্যমে “জেলা পর্যায়ের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক” মনোনীত হয়েছি। এতে আমি আনন্দিত এবং গৌরবান্বিত বোধ করছি। এরপর বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায়ও অংশগ্রহণ করবো। আমি সকলের দোয়া প্রার্থনা করছি।