সোনালী লাইফ ইন্সুরেন্স এর লালমোহন মেট্রো শাখার উদ্বোধন
ডেস্ক রিপোর্ট :ভোলার লালমোহনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হলো সোনালী লাইফ ইন্সুরেন্স এর লালমোহন মেট্রো শাখা। রবিবার লালমোহন উত্তর বাজারে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে শাখার উদ্বোধন করেন সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এর ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর (ডিএমডি) সৈয়দ মোহাম্মদ আজীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রো হেড অফিসের ব্রাঞ্চ ম্যানেজার মোঃ ওমর ফারুক বাবু, ঢাকা মেট্রো হেড অফিসের ইউনিট ম্যানেজার সৈয়দ ইব্রাহিম বাপ্পি।
লালমোহন মেট্রো ইনচার্জ মোঃ সোহেল নূর এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করে বরণ কর নেন শাখা কর্মকর্তাগণ। অনুষ্ঠানে অতিথিরা বীমা গ্রহিতাদের উদ্দেশ্যে বীমার গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং শাখার সফলতার জন্য ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা করেন । এসময় সোনালী লাইফ ইন্সুরেন্স এর প্রয়াত প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মরহুম মোস্তফা গোলাম কুদ্দুস এর জন্য দোয়া মোনাজাত করা হয়।