ভিমরুলের কামড়ে মৃত্যু: সারিবদ্ধ কবরে শায়িত বাবা-ছেলে ও মেয়ে
ময়মনসিংহের ধোবাউড়ায় ভিমরুলের কামড়ে মারা যাওয়া বাবা ও দুই শিশুসন্তানের নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। রোববার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পোড়াকান্দলিয়া ইউনিয়নের দুধনই গ্রামে একইসঙ্গে তিনজনের জানাজা অনুষ্ঠিত হয়।
নামাজে জানাজায় নিহতদের আত্মীয়স্বজন, গ্রামবাসীসহ শোকার্ত মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সারিবদ্ধভাবে তাদের মরদেহ দাফন করা হয়। এ সময় শোকার্তদের আহাজারিতে পুরো এলাকার পরিবেশ ভারী হয়ে উঠে।
এর আগে, শনিবার (১২ অক্টোবর) দিনে ও রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাওলানা আবুল কাশেম, মেয়ে লাবিবা আক্তার (৮) ও ছোট ছেলে সিফাতুল্লাহ (৬)।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মঞ্জরুল হক বলেন, এমন হৃদয়বিদারক ঘটনা আর দেখিনি। একই পরিবারের তিনজনের একসঙ্গে জানাজা আগে কখনো হয়নি। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধোবাউড়া উপজেলার অধিকাংশ এলাকা এখন বন্যাকবলিত। শনিবার সকালে বাড়ি থেকে নৌকায় বাজারের উদ্দেশ্যে রওনা দেন আবুল কাশেম ও তার দুই শিশুসন্তান। এ সময় একটি জঙ্গলের নিচ দিয়ে তাদের বহনকারী নৌকা যাওয়ার সময় ভিমরুলের চাকে আঘাত লাগে। এতে ক্ষিপ্ত হয়ে শত শত ভিমরুল নৌকার যাত্রীদের ওপর আক্রমণ করে। এ সময় তিনজনই আহত হন।
পরে তাদের উদ্ধার করে ধোবাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আবুল কাশেম ও ছেলে সিফাতকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেয়ার পথে দুপুর ১টায় আবুল কাশেম মারা যান। এরপর বিকেল ৩টায় ধোবাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যায় মেয়ে লাবিবা। আশঙ্কাজনক অবস্থায় ছেলে সিফাতউল্লাহকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে মারা যায় সেও।
এদিকে, খবর পেয়ে নিহতদের বাড়িতে গিয়ে সমবেদনা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত শারমিন। এ সময় তিনি নিহত তিনজনের পরিবারের কাছে আর্থিক সহায়তা তুলে দেন।
লালমোহননিউজ/ -এইচপি