বোরহানউদ্দিনে সাপের কামড়ে বৃদ্ধের মৃত্যু

জে.এম. মমিন, প্রতিনিধি, বোরহানউদ্দিন (ভোলা): ভোলার বোরহানউদ্দিনে সাপের কামড়ে মোঃ আবু সাইদ মাঝি (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে ৷ সোমবার (২৭ মে) দুপুরে উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এঘটনা ঘটে ৷ সে একই ওয়ার্ডের মৃত হাদিস মাঝির ছেলে ৷
মৃতের ভাতিজা মোঃ রিশাত জানান, ঐদিন সকাল সাড়ে ১১টার দিকে ঘূর্ণিঝড় রেমালের কারণে জলোচ্ছ্বাস হওয়ায় ঘরের পাশে বাগান দেখতে যায় ৷ এসময় জালের সাথে পেচিয়ে থাকা একটি সাপ তার পায়ে কামড় দেয় ৷
পরে মোটরসাইকেল চালিয়ে চিকিৎসার জন্য তিনি নিজেই বোরহানউদ্দিন হাসপাতালে আসেন ৷ বিকাল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তিনি মারা যান ৷
বোরহানউদ্দিন থানার ওসি মোঃ শাহিন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করেন ৷
লালমোহননিউজ/ -এইচপি