চোরকে চিনায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

ঝালকাঠিতে সিঁধ কেটে ঘরে ঢুকে চুরির সময় চোরকে চিনে ফেলায় এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার রাতে জেলার সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের শিরযুগ গ্রামে এ ঘটনা ঘটে।
ঐ নারীর নাম হোসনে আরা নুরী। তিনি শিরযুগ গ্রামের মৃত জাহাঙ্গীর হোসেনের স্ত্রী। নুরী তাদের বসতবাড়িতে একাই বসবাস করতেন। তার দুই সন্তানের মধ্যে ছেলে মিলন চাকরির সুবাদে চট্টগ্রাম এবং মেয়ে মলি স্বামীর সঙ্গে ঝালকাঠি শহরে বসবাস করেন।
পুলিশ জানায়, বুধবার দিনগত রাতে সিঁধ কেটে ঘরে ঢুকে চোর। এসময় চোরকে চিনতে পারায় ঐ নারীকে কুপিয়ে হত্যা করা হয়। প্রতিবেশীরা সকালে ঘরে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহিতুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- চোরকে চিনে ফেলায় হোসনে আরা নুরীকে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্ত করে করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
লালমোহননিউজ/ -এইচপি