সম্ভ্রম বাঁচাতে চলন্ত বাস থেকে নারীর লাফ

ময়মনসিংহের ভালুকায় সম্ভ্রম বাঁচাতে চলন্ত বাস থেকে লাফ দিয়ে আহত নারী শ্রমিক মোছা. শামছুন্নাহার মারা গেছেন। রোববার বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ।
তিনি বলেন, শামছুন্নাহারের মাথার আঘাত গুরুতর ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার পর অভিযান চালিয়ে চালক, হেলপারসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ।
তারা হলেন বাসচালক টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার রাকিব, হেলপার ময়মনসিংহের ত্রিশালের রায়মনি এলাকার আরিফ ও সুপারভাইজার একই উপজেলার আনন্দ দাস। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
শুক্রবার রাত ১১টার দিকে মাওনা থেকে রিদিশা ফ্যাক্টরির গার্মেন্টসকর্মী দুই সন্তানের জননী শামছুন্নাহার বাসে করে ভালুকা ফিরছিলেন। পথে ভালুকা সীডস্টোর এলাকায় অন্য যাত্রীরা নেমে গেলে তাকে একা পেয়ে বাসের চালক ও হেলপার ধর্ষণের চেষ্টা চালায়। সে রাজী না হওয়ায় তাকে মারধর করে।
এমতাবস্থায় নিজেকে রক্ষা করতে বাস থেকে লাফ দিয়ে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভালুকা সীডস্টোরে একটি ক্লিনিকে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে রোববার বেলা সাড়ে ১১টার দিকে মারা যান তিনি।
-এইচপি