হাসান লিটন, চরফ্যাশন থেকে: ভোলার চরফ্যাশন উপজেলার শশিভূষণ থানা এলাকায় দিনের বেলায় এক বাড়িতে ঢুকে চুরি করে পালানোর সময় মাহে আলম (২৫) নামের এক চোরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা।
বুধবার (২২ জুন) সকাল ১০ টায় উপজেলার শশীভূষণ থানাধীন চর-কলমী ৮ নম্বর ওয়ার্ড দক্ষিণ চর-মঙ্গল গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃত চোর মাহে আলম শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. নুরুজ্জামানের ছেলে।
স্থানীয়রা ও বাড়ির মালিক তাসলিমা জানান, ওইদিন সকালে ঘরের দরজায় তালা মেরে আমার বাবার বাড়িতে যাই। এরপর বাবার বাড়ি থেকে এসে আমার ঘরের দরজার তালা খুলতে গিয়ে শব্দ পেয়ে ঘরের ভিতর গিয়ে দেখি আমার ঘরের জানালা খোলা। আশপাশের সব জায়গায় চাইলে হঠাৎ করে অপরিচিত মাহেআলমকে দেখতে পেয়ে তাকে জিজ্ঞেস করলে সে মাঝি বাড়ির পরিচয় দিয়ে বলে আমার বড় ভাই আমাকে দৌড়নী দেওয়ায় আমি আপনার বাসার পাশে আশ্রয় নিয়েছি।
এবং আমাকে একটু আগাইয়া দিন। পরে তাকে একটু রাস্তায় আগাইয়া দিয়ে এসে আমার ঘরের ভেতরে দেখি লাকিস কেটে আমার ছোট দুই মেয়ের নাকের দুটো স্বর্ণেররত নিয়ে গেছে। পরে আমার ভাইয়ের মোবাইল ফোন তাকে বিষয়টি অবগত করলে সে চোরকে সনাক্ত করে দৌড়ে ধরে।
এসব বিষয়ে তাসলিমার ভাই মিরাজ জানায়, আমার বোন তার ঘর চুরি হয়েছে বিষয়টি আমাকে মোবাইল ফোনে জানালে স্থানীয়রা সহ দৌড়ে চোরকে সনাক্ত করে আটক করে থানা পুলিশ খবর দিয়ে তাদের কাছে চোরকে সোপর্দ করি।
শশীভূষণ থানার(ওসি) মো. এনামুল হক জানান, মাহে আলমের নামের একজন চোরকে উদ্ধার করে আনা হয়েছে। তার বিরুদ্ধে থানায় এরআগে ছয়টি মামলা চলমান রয়েছে। একটি মামলা সাসপেক্ট ছিল, সেই মামলায় তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
-এইচপি