চরফ্যাশনে বিদ্যুৎস্পর্শে মসজিদের মধ্যেই নিথর মোয়াজ্জিন

চরফ্যাশনে বিদ্যুৎস্পর্শে মসজিদের মধ্যেই নিথর মোয়াজ্জিন
প্রতিকী ছবি

হাসান লিটন, চরফ্যাশন থেকে: ভোলার চরফ্যাশন উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মফিউল্লাহ মিকার (৮০) নামে এক মসজিদের মোয়াজ্জিনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়ন চর-ফকিরা গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের আলহাজ্ব রুস্তম আলী হাওলাদার বাড়ি দরজায় জামে মসজিদে দুর্ঘটনা ঘটে।

নিহত মফিউল্লাহ মিকার মৃত আবুল খায়েরের ছেলে তিনি ওই গ্রামের সরকারি (ঝিনুক) আবাসনে তার স্ত্রীকে নিয়ে বসবাস করতেন।

শশীভূষণ থানার উপপরিদর্শক দিপাংকর কর্মকার জানান, নিহত ব্যক্তি মসজিদের মোয়াজ্জিন। তিনি মসজিদের মোটর পাম্পে পানি তোলার জন্য বিদ্যুৎ লাইন চালু করতে গিয়ে অসাবধানতাবসত বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মধ্যেই তার মৃত্যু হয়।

লালমোহননিউজ/ -এইচপি