মফিজ বদ্দির বাঁচার আকুতি, সহযোগিতা চান সকলের

চর‌ফ্যাশনের দক্ষিণ আইচায়

মফিজ বদ্দির বাঁচার আকুতি, সহযোগিতা চান সকলের
ছবি: সংগৃহীত
হাসান লিটন, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার চরমানিকা ইউনিয়নের বাসিন্দা মানষিক প্রতিবন্ধী মো. মফিজ বদ্দি (৪৫)। লিভার জনিত সমস্যায় আক্রান্ত হয়ে ঢাকা শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেনা তার পরিবার। এমন দুর্দশায় চিকিৎসা খরচের জন্য সরকার ও সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন মফিজ বদ্দি'র পরিবার।
অসুস্থ মফিজ বদ্দি উপজেলার চরমানিকা ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড দক্ষিণ আইচা গ্রামের মৃত আক্তারুজ্জামান বদ্দি'র ছেলে। 
জানা যায়, স্থানীয় দক্ষিণ আইচা বাজারের চায়ের দোকান, হোটেল, রেস্তোরাঁয় পানি টেনে টাকা উপার্জন করে চলতো মানষিক প্রতিবন্ধী মফিজ বদ্দি'র সংসার। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। তার এক মেয়ে ও স্ত্রী রয়েছে। মেয়ের বিয়ে হয়ে গেছে। বর্তমানে তিনি এবং তার স্ত্রী ছাড়া পরিবারে আর কোনো সদস্য নাই। প্রায় এক মাস যাবত বাসায় শারীরিক অসুস্থতায় ছিলেন তিনি।
এরপর চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসককে দেখালে তিনি জানিয়েছেন মফিজ বদ্দি'র লিভারে পানি জমেছে উন্নত সেবা দেওয়া লাগবে। পরে ঢাকায় শেখ রাসেল জাতীয় গ্যাস্টোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়ার জন্য। তাই উন্নত চিকিৎসার করাতে গ্যাস্টোলিভার হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে  তিনি ওই হাসপাতালের ১০৭ নম্বর শয্যায় চিকিৎসাধীন রয়েছেন। তবে অর্থের অভাবে থেমে আছে তার চিকিৎসা।
মফিজ বদ্দি'র স্বজন ও প্রতিবেশীরা বলেন, বেশ কয়েক মাস ধরে তিনি অসুস্থ। তার লিভারে পানি জমেছে। সুস্থ থাকা অবস্থায় তিনি বাজারের বিভিন্ন দোকানে পানি টেনে কিছু টাকা উপার্জন করে জীবিকা নির্বাহ করতেন। চিকিৎসা করাতে গিয়ে নিজের যা কিছু ছিল তা বিক্রি করে দিয়েছেন। তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছে। কিন্তু টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না। সরকার বা বিত্তবানরা তাকে সহযোগিতা করলে তার চিকিৎসা করা সম্ভব হবে।
মফিজ বদ্দি'র ভাতিজা মো. হাদিজ বদ্দি বলেন, আমার চাচা লিভার জনিত সমস্যায় আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকায় গ্যাস্টোলিভার হাসপাতালে ভর্তি আছেন। খুব দ্রুত চিকিৎসা না করালে চাচাকে বাঁচানো সম্ভব হবে না। অনেক টাকার প্রয়োজন তাই চিকিৎসার খরচ চালানোর জন্য সমাজের বিত্তশালী ও সরকারের কাছে আর্থিক সাহায্য কামনা করছি। যোগাযোগ ও নগদ মোবাইল নাম্বার -০১৭১৫৬৪৭৬৫৪।
লালমোহননিউজ/ -এইচপি