যৌতুকের জন্য স্বামীর নির্যাতন, অভিমানী গৃহবধূর বিষপানে আত্মহনন

ভোলার চরফ্যাশনে

যৌতুকের জন্য স্বামীর নির্যাতন, অভিমানী গৃহবধূর বিষপানে আত্মহনন
প্রতিকী ছবি

হাসান লিটন, চরফ্যাশন থেকে: ভোলার চরফ্যাশন উপজেলায় বিষপানে ছুমাইয়া (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) উপজেলার শশীভূষণ থানার কলমি ইউনিয়নের চর মায়া গ্রামে বিষপানের ঘটনা ঘটলে সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ও-ই গৃহবধূর মৃত্যু বরণ করেন।

এদিকে এ ঘটনার পরে ওই গৃহবধূকে হাসপাতালে রেখে পালিয়ে জান স্বামী। নিহত গৃহবধূ চরকলমী ইউনিয়নের উত্তর চর মায়া গ্রামের শাহাবুদ্দিন ফরাজির স্ত্রী ও একই উপজেলার রসুলপুর ইউনিয়নের মো. নাসির উদ্দিনের মেয়ে।

নিহত গৃহবধূর পিতা নাসির উদ্দিন বলেন, দেড় বছর আগে পারিবারিকভাবে শহিজল ফরাজীর ছেলে শাহাবুদ্দিনের সঙ্গে বিয়ে হয় সুমাইয়ার। বিয়ের সময় যৌতুক হিসেবে ৫০ হাজার টাকা এবং আধাভরি স্বর্ণ ও তাদের বাড়ির জন্য লেপ - তোষকসহ যাবতীয় আসবাবপত্র দিতে হয়েছে। কিন্তু সম্প্রতি সময়ে মোটা অংকের যৌতুকের দাবিতে স্বামী শাহাবুদ্দিন শারীরিক ও মানসিক নির্যাতন করতো সুমাইয়াকে।

তিনি আরও বলেন, বুধবার (২৪মে) রাতে স্বামী-স্ত্রীর মধ্যে এসব নিয়ে ঝগড়া করে তাকে মারধর করেন।বৃহস্পতিবার সকালে আমরা জানতে পারি সুমাইয়া অসুস্থ হয়ে হাসপাতালে আছে। এসে দেখি তার মৃত্যু হয়েছে।

শশীভূষণ থানার ওসি মো.মিজানুর রহমান পাটোয়ারী বলেন, বিষক্রিয়ায় সুমাইয়া নামে এক নারীর মৃত্যু হয়েছে। মৃতদেহের ময়নাতদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

লালমোহননিউজ/ -এইচপি