ভুল লোককে স্বামী ভেবে বাড়ি নেওয়ার পর...

ভারতের বালিয়া জেলা হাসপাতালের কাছে বসেছিলেন এক ভবঘুরে। ময়লা পোশাক, অবিন্যস্ত চুল, দাড়ি। এক ঝলকে দেখে জানকীর মনে হয়েছিল, ১০ বছর আগে হারিয়ে যাওয়া স্বামী মোতিচাঁদই বসে আছেন পাগলের বেশে।
আনন্দে আত্মহারা হয়ে জানকী তার কাছে গিয়ে প্রশ্ন করেন, ‘এত দিন কোথায় ছিলে? কোথায় চলে গিয়েছিলে তুমি?’ কিন্তু ভবঘুরে কোনও জবাব দেননি। তবুও স্বামীকে ফিরে পাওয়ার আনন্দে আটখানা জানকি তাকে তুলে নিয়ে গিয়েছিলেন বাড়িতে। ছেলে, মেয়েদের ফোন করে বলেছিলেন, বাবার জন্য ভাল একটি কুর্তা কিনে আনতেও।
স্নান করিয়ে খাওয়াদাওয়া করিয়ে যখন তিনি স্বামীর দেহের জন্মের দাগ দেখতে বসেন, তখনই বাধে গোলমাল। কিছুতেই আর দাগ খুঁজে পাননি জানকী। বুঝতে পারেন, তার স্বামী মোতিচাঁদ নন, ইনি আসলে অন্য ব্যক্তি, যার নাম রাহুল।
ভুল বুঝতে পেরে মানসিক ভাবে ভেঙে পড়েছেন জানকী। তবে তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন রাহুলের কাছে। এর পর রাহুলের আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করে তাকে নিরাপদ হাতে তুলেও দিয়েছেন। সূত্র: আনন্দবাজার
লালমোহননিউজ/ -এইচপি