আচমকা কোটিপতি যুবক!

আচমকা কোটিপতি যুবক!
ছবি: সংগৃহীত

ব্যাংক অ্যাকাউন্টে ছিল মাত্র ১ পাউন্ড, আচমকা হয়ে গেল ১ লাখ ২২ হাজার পাউন্ড! শুনে অবাস্তব মনে হলেও এমন ঘটনাই ঘটছে যুক্তরাজ্যের এক ব্যক্তির সঙ্গে। ৪১ বছরের ওই ব্যক্তির নাম আরসালান খান। তিনি দেশটির পপলার এলাকার বাসিন্দা।

সংবাদমাধ্যম এক্সপ্রেস ইউকে এক প্রতিবেদনে জানায়, আরসালানের অ্যাকাউন্টে ১ পাউন্ড ছিল। এর পর আচমকা ১ লাখ ২২ হাজার পাউন্ড অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৬৫ লাখ টাকা ঢোকে তার সেভিংস অ্যাকাউন্টে। ব্যাংকের পক্ষ থেকেও জানানো হয়েছিল ওই টাকা তারই। এরপর কীভবে অর্থ খরচ করবেন তার পরিকল্পনাও করে ফেলেছিলেন। যদিও এর পরেই মন খারাপের পালা। ব্যাংক কর্তৃপক্ষ যোগাযোগ করে গ্রাহকের সঙ্গে। ভুল হয়েছে জানিয়ে আরসালানকে টাকা ফেরত দিতে বলে। এমন ঘটনায় মন ভাঙলেও ব্যাংক কর্তৃপক্ষের নির্দশ মতো টাকা ফিরিয়ে দেন ওই ব্যক্তি।


আরসালান বলেন, ‘অ্যাকাউন্টে কোটি টাকা ঢোকার খবর চেপে যেতে পারতাম আমি। অন্য অ্যাকাউন্টে টাকা সরিয়ে নিতে পারতাম। ওই টাকা পেলে আমার জীবন অনেকটাই নিশ্চিন্ত হতো। কিন্তু তা সম্ভব হয়নি। টাকা ফিরিয়ে দিয়েছি। পুরো বিষয়টাই যেন স্বপ্ন ছিল!’

লালমোহননিউজ/- জেডি-এইচপি