অভিমানে স্ত্রী গেলেন বাবার বাড়ি, স্বামী ঝুললেন ফ্যানে

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিজ বাড়ি থেকে মোহাম্মদ সাইফুদ্দিন নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে বেতাগী ইউনিয়নের গুচ্ছগ্রাম ৩০ নম্বর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সাইফুদ্দিন বেতাগী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের শায়ের আহমেদের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।
স্থানীয়রা জানান, তুচ্ছ ঘটনায় স্ত্রীর সঙ্গে ঝামেলা চলছিল সাইফুদ্দিনের। সম্প্রতি অভিমান করে বাবার বাড়ি রাউজানে চলে যান স্ত্রী। এরপর থেকে বাড়িতে একা থাকতেন সাইফুদ্দিন।
রাঙ্গুনিয়া থানার ওসি মোহাম্মদ সেলিম বলেন, বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিলেন সাইফুদ্দিন। জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
লালমোহননিউজ/ -এইচপি