লালমোহনে মফস্বল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

লালমোহনে মফস্বল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

লালমোহন নিউজ।। ভোলার লালমোহনে মফস্বল সাংবাদিকতার গুরুত্ব, বাস্তবতা ও চ্যালেঞ্জ নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট) বিকেল ৩ টায় লালমোহন-তজুমদ্দিন প্রচার ও মিডিয়া হাউজের আয়োজনে লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ বাণীর সম্পাদক ও দৈনিক নয়া দিগন্তের ব্যুরোচিফ মো. আজাদ আলাউদ্দিন এবং দৈনিক আমার দেশের ভোলা জেলা প্রতিনিধি ও দ্বীপ কণ্ঠ ডট কমের সম্পাদক মো. ইউনুছ শরীফ।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ফরিদ উদ্দিন।
উদ্বোধনী বক্তব্য রাখেন লালমোহন-তজুমদ্দিন প্রচার ও মিডিয়া হাউজের উপদেষ্টা মাওলানা আব্দুল হক।

“ডিজিটাল ক্যাম্পেইন: প্রেক্ষিত নির্বাচন” বিষয়ে প্রশিক্ষন প্রদান করেন কাজী শাহে আলম, প্রশাসনিক ইনচার্জ, ইসলামী ব্যাংক হাসপাতাল, ঢাকা। তিনি বলেন, “আসন্ন জাতীয় নির্বাচনে ডিজিটাল প্রচারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মফস্বল সাংবাদিকদের প্রযুক্তি-সচেতন হয়ে তথ্যের নির্ভুলতা নিশ্চিত করতে হবে।”

সংবাদ ও মোবাইল সাংবাদিকতা বিষয়ে মূল্যবান দিকনির্দেশনা দেন মো. ইউনুছ শরীফ।
তিনি বলেন, “স্মার্টফোন হাতে থাকলেই সাংবাদিক হওয়া যায় না, তথ্য যাচাই, বস্তুনিষ্ঠতা এবং নৈতিকতা– এ তিনটি বিষয় অবশ্যই অনুসরণযোগ্য।”

সালাতুল আসরের বিরতির পর “মফস্বল সাংবাদিকতা: বাস্তবতা ও চ্যালেঞ্জ” শীর্ষক অধিবেশনে বক্তব্য দেন মো. আজাদ আলাউদ্দিন। তিনি বলেন, “মফস্বলে সাংবাদিকরা অনেক চ্যালেঞ্জের মধ্যেও সত্যের পক্ষে কথা বলেন, যা জাতীয় সাংবাদিকতার ভিত্তিকে শক্তিশালী করে।”

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন লালমোহন-তজুমদ্দিন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও লর্ডহার্ডিঞ্জ ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আখতার উল্লাহ। তিনি বলেন, “আসন্ন নির্বাচনে প্রচার মিডিয়াকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।”

সভাপতির বক্তব্য ও সমাপনী ঘোষণা দেন আয়োজক সংগঠনের সভাপতি জনাব এম এ হাসান।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মো. জাকির হোসাইন শামীম।

উল্লেখ্য, আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে মফস্বল সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে লালমোহন-তজুমদ্দিন প্রচার ও মিডিয়া হাউজ নিয়মিতভাবে এ ধরণের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে আসছে।