লালমোহনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

লালমোহনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
লালমোহনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া।

ভোলার লালমোহনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে একটি র‌্যালী বের হয়।

র‌্যালী শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। পরে সেখানে দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা হয়।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুলের সভাপতিত্বে এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ, যুব উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমান ইমন, সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. তানভীর আহমেদ, ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও সিপিপি সদস্যরাসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

লালমোহননিউজ/ -এইচপি