পাঁচদিন আগে বিয়ে, স্বামী হারিয়ে নববধূর বুকফাটা আর্তনাদ
 
                                    মাত্র পাঁচ দিন আগে বিয়ে করেছিলেন ছানোয়ার জাহান নামে এক যুবক। মেহেদির রঙ না শুকাতেই ট্রেনে কাটা পড়ে নিহত হন তিনি। জামালপুর সদর উপজেলার বগালী গ্রামে বুধবার সকালে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত হন ঐ যুবক। স্বামী হারানো নববধূর বুকফাটা আর্তনাদ ও আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ। দুই পরিবারে চলছে শোকের মাতম।
ছানোয়ার জাহান শেরপুর সদর উপজেলার চরজঙ্গলদী গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। সদর উপজেলার সাপমারী দ্য নিউ অনুপম একাডেমিতে শিক্ষকতা করতেন। নববধূর নাম ইশরাত জাহান ওরফে রিতু। তিনি জামালপুরের তুলশীরচর ইউনিয়নের হনুমানেরচর গ্রামের কৃষক এমদাদুল হকের মেয়ে।
জানা গেছে, গত শুক্রবার ছানোয়ার বিয়ে করেন হনুমানেরচর গ্রামের কৃষক এমদাদুল হকের মেয়ে ইশরাতকে। বিয়ের মাত্র পাঁচ দিনের মাথায় বুধবার সকালে জামালপুর সদর উপজেলার বগালী গ্রামে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত হন তিনি। তার মৃত্যুর খবরে ছানোয়ার ও ইশরাতের পরিবারসহ চরজঙ্গলদী গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।
চরজঙ্গলদী গ্রামের মোল্লাবাড়িতে গিয়ে দেখা যায়, ছানোয়ারের বাড়িতে এলাকাবাসী ও স্বজনদের ভিড়। স্বামীর অকালমৃত্যুর শোকে প্রায় নির্বাক হয়ে গেছেন নববধূ রিতু। বসতঘরের একটি খাটে দুই পাশে তার শোকাহত বাবা এমদাদুল হক ও মা চায়না বেগম বসে ছিলেন। ছানোয়ারের বাবা জাহাঙ্গীর আলম, মা নুরুন্নাহারসহ স্বজনদের আহাজারি ও কান্নায় আকাশ ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ।
বুধবার সকাল সাড়ে ৬টার দিকে কিছু না বলেই বের হয়েছিলেন ছানোয়ার। ব্যবহৃত মুঠোফোনটি ঘরেই রেখে যান। রিতু জানান, সকাল ৯টার দিকে এক ব্যক্তি তার শ্বশুর ছানোয়ারের মৃত্যুর সংবাদটি জানান।
রিতুর মা চায়না বেগম বলেন, তার মেয়ে অকালে বিধবা হয়েছেন। মেয়ের শ্বশুর জীবিত আছেন। এখন তিনিই তার মেয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। ছানোয়ারের মা নুরুন্নাহার বারবার উচ্চ স্বরে আহাজারি করছিলেন, ‘আমার পোলারে জীবিত ফিরাইয়া দাও, আল্লাহ।’
বাবা জাহাঙ্গীর আলম বলেন, জামালপুরে চাকরির একটি সাক্ষাৎকার দেয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল ছেলে। বাবা হয়ে এই কষ্ট কীভাবে সহ্য করব?
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি অ্যাম্বুলেন্সে করে নিহত ছানোয়ার জাহানের লাশ চরজঙ্গলদী গ্রামের বাড়িতে এসে পৌঁছায়। এ সময় আত্মীয়স্বজন ও এলাকাবাসী কান্নায় ভেঙে পড়েন। রাত ১০টায় জানাজা শেষে চরজঙ্গলদী মোল্লাবাড়ি গণকবরস্থানে তাকে দাফন করা হয়।
লালমোহননিউজ/ -এইচপি
 
                         লালমোহননিউজ ডেস্ক
                                    লালমোহননিউজ ডেস্ক                                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
            
             
            
             
            
             
            
             
            
             
            
             
            
             
            
             
            
             
            
            