মনপুরায় বিআরডিবির আয়বর্ধনমূলক প্রশিক্ষণ

মনপুরায় বিআরডিবির আয়বর্ধনমূলক প্রশিক্ষণ
ছবি: লালমোহন নিউজ

সীমান্ত হেলাল, প্রতিনিধি, মনপুরা (ভোলা): ভোলার মনপুরায় তিন দিনের আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড'র (বিআরডিবি) উদ্যোগে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

মঙ্গলবার বিকেল ৩ টায় উপজেলা বিআরডিবি কার্যালয়ের হল রুমে এই প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।

দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প'র (ইরেসপো) সুবিধাভোগী ৩০ জন নারীকে উন্নত জাতের শাক সবজি চাষের বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। এবং প্রান্তিক নারীদের সাবলম্বি হিসেবে গড়ে তুলতে এই প্রশিক্ষণ আগামী ১৬ জানুয়ারী পর্যন্ত চলবে।

প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার পাঠান মোঃ সাইদুজ্জামান। সভাপতিত্ব করেন উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কর্মকর্তা মোঃ মাহতাব উদ্দিন ভূঁইয়া।

প্রশিক্ষণ পরিচালনা করেন, উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের সহকারী কর্মকর্তা (ইরেসপো) মোঃ মাহাবুর রহমান প্রমূখ।

লালমোহননিউজ/ -এইচপি