ভোলায় মেঘনা নদীর তীরের সিসি ব্লক ধ্বসে বাকপ্রতিবন্ধী নারীর মৃত্যু ও শিশুসহ আহত পাঁচ

অনলাইন ডেস্ক ॥ উত্তাল মেঘনা নদীর ঢেউ আর তীব্র সোতের আঘাতে আবারও ভোলার ইলিশায়এলাকায় তীর সংরক্ষনের সিসি ব্লক ধ্বসে গেছে। আজ সোমবার দুপুরের দিকে ইলিশার লঞ্চঘাট এলাকায় ব্লক ধ্বসে মেঘনায় ডুবে লাইজু (৩৮) নামে এক বাকপ্রতিবন্ধি নারীর মৃত্যু হয়েছে। এছাড়াও ৫ জন আহত হয়েছে।
স্থানীয়রা জানান, ভোলা-লক্ষ্মীপুর ফেরিঘাটের দক্ষিণে তালতলি লঞ্চঘাটের কাছে গেলো সেপ্টেম্বর মাসের শুরুর দিকে ইলিশা-রাজাপুর রক্ষা প্রকল্পের তীর সংরক্ষনের সিসি ব্লকের ৭০ মিটার কয়েকটি স্থান দিয়ে ধ্বসে নিচের দিকে দেবে যায়। তখন পানি উন্নয়ন বোর্ড ধ্বস ঠেকাতে দ্রুত নদীতে জিও ব্যাগ ডাম্পিং করে। কিন্তু হঠাৎ করে আজ সোমবার বেলা ১২ টার দিকে নতুন করে ইলিশা লঞ্চঘাটসংলগ্ন মাছঘাট এলাকায় মেঘনা নদীতে সিসি ব্লক ধ্বসে যায়। এ সময় ব্লকের উপরে থাকা শিশু ও নারীসহ ৪/৫জন নদীতে ডুবে যায়। প্রতক্ষ্যদর্শীরা জানান, বাকপ্রতিবন্ধী নারী লাইজু এলাকায় ভিক্ষাবৃত্তি করে জীবন যাপন করতেন। প্রতিদিনের মত সোমবার দুপুরে ইলিশা লঞ্চঘাট এলাকার মেঘনা নদীর সিসি ব্লকের পাড়ে জেলেদের কাছ থেকে খাওয়ার জন্য মাছ আনতে গিয়েছিলেন তিনি। এ সময় হঠাৎ করে ঐ এলাকায় ব্লক ধ্বস হয়। এতে নদীতে পড়ে বাকপ্রতিবন্ধী নারী লাইজু বেগম ও এক শিশুসহ অন্তত: ৫ জন নদীতে পড়ে যায়। স্থানীয়রা তাদেও উদ্ধার করলে ঘটনা স্থলে লাইজু বেগমের মৃত্যু হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম জানান, ইলিশায় সিসি ব্লক ধ্বসে কয়েকজন নদীতে পড়ে গেছে। এতে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।
লালমোহননিউজ// জেডি