মোশারফ স্যার স্মৃতি পাঠাগারের উদ্যোগে ঈদ আনন্দ আয়োজন

মোশারফ স্যার স্মৃতি পাঠাগারের উদ্যোগে ঈদ আনন্দ আয়োজন
ছবি: লালমোহন নিউজ
এম.ইউ.মাহিম: ভোলায় মোশারফ স্যার স্মৃতি পাঠাগার ও মোশারফ স্যার সাহিত্য সেবা সংস্থার উদ্যোগে ঈদ আনন্দ আয়োজন হয়েছে। রবিবার (২৩ এপ্রিল) দক্ষিণ বালিয়ার নিয়ামতপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে নেয়ামতপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন মোশারফ স্যার সাহিত্য সেবা সংস্থার সভাপতি জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস ও ভ্যাট বিভাগের পরিদর্শক জোবায়েদ মাতাব্বর। দিনব্যাপী এ আনন্দ আয়োজনে জোবায়েদ মাতাব্বরের সভাপতিত্বে ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আবু সাঈদ রাজুর সঞ্চালনায় সাহিত্য আড্ডা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান,পুরষ্কার বিতরণ ও অতিথিদের সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা মোশারফ স্যারের বর্ণাঢ্য  কর্মময় জীবনের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাঁর রুহের মাগফেরাত কামনা করেন। 
উল্লেখ্য নিয়ামতপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন মোশারফ স্যার। তাঁর কর্মময় জীবন আর তিনি যে শিক্ষার আলোর দ্যুতি ছড়িয়েছেন, তার আদর্শে সকলকে উদ্বুদ্ধ করে তাকে স্মরণীয় করে রাখার প্রয়াসে সামাজিক ও মানবিক কর্মকান্ড করে যাচ্ছে মোশাররফ স্যার সাহিত্য ও সেবা সংস্থা।
-এইচপি